বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

প্রভাসের সিক্রেট ক্রাশ’-এর নাম ‌শুনলে আপনিও অবাক হবেন।

নিউজ ডেস্ক:

‘‌বাহুবলী’‌ প্রভাসের নারী ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু তার ‘‌সিক্রেট ক্রাশ’-এর নাম ‌শুনলে আপনিও অবাক হবেন। বলিউডের এক সময়ের সফল অভিনেত্রী রাবিনা ট্যাণ্ডনকেই মনে মনে অসম্ভব পছন্দ করেন প্রভাস।

৯০ দশকে রাবিনার ‘‌তু চিজ বড়ি হ্যয় মাস্ত মাস্ত’ গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। সেই সময় বহু তরুণ হৃদয়েই জায়গা করে নিয়েছিলেন রাবিনা। বাদ নেই প্রভাসও। প্রভাস তার ‘‌সিক্রেট ক্রাশ’‌ নিয়ে বলেন, ‘‌আমি রবিনার খুব বড় ভক্ত।

কিছুদিন আগেই প্রভাসের সঙ্গে দেখা করেন রাবিনা ট্যাণ্ডন এবং তার স্বামী অনিল। রাবিনার সঙ্গে সেলফি তোলার লোভ সামলাতে পারেননি প্রভাস। আসলে ‘‌সিক্রেট ক্রাশ’‌ বলে কথা। প্রভাসের নতুন ছবি ‘‌সাহু’‌তে তার বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।
ছবিটির শুটিং চলছে জোর কদমে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular