বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রভাসের নতুন ছবি ‘সাহো’র পোস্টার প্রকাশ !

নিউজ ডেস্ক:

প্রভাসের নতুন ছবি ‘সাহো’র একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।  পোস্টারে প্রভাস কালো রঙের ট্রেঞ্চ কোট পরেছেন।

মুখের অর্ধেকটা কালো কাপড় দিয়ে ঢাকা।  পেছনে শহর ফেলে তিনি গলি দিয়ে এগিয়ে আসছেন।  পোস্টারজুড়ে রহস্যময় আলো।  যা এরইমধ্যে ‘বাহুবলী’ তারকার ভক্তদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

প্রভাসের ৩৮ তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল সোমবার পোস্টারটি প্রকাশ করা হয়।  ‘সাহো’ ছবিটি তেলেগু ও হিন্দিতে মুক্তি পাবে।  ছবির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন সুজিত।  এতে প্রভাসের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর।  খল অভিনেতার চরিত্রে অভিনয় করছেন নীল নীতিন মুকেশ।

‘সাহো’ ছবিটি প্রযোজনা করছেন প্রভাসের ভাই প্রমোদ ও ভামসি কৃষ্ণা রেড্ডি।  সঙ্গীত পরিচালনায় আছেন শঙ্কর-এহসান-লয় ত্রয়ী জুটি।  গত এপ্রিলে ছবির টিজার ছাড়া হয়। ‘সাহো’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের মে মাসে।   সূত্র : দ্য নিউজ মিনিট

বিডি প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৭/ফারজানা

Similar Articles

Advertismentspot_img

Most Popular