প্রবাসী কুদ্দুসের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা দাবি !

0
29

নিউজ ডেস্ক:

কাতারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবাসী আবদুল কুদ্দুস। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে।

আজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় রুপ হোসেন।

জানা গেছে, আবদুল কুদ্দুস (৬২) কাতারে একটি কোম্পানীর গাড়ি চালাতেন। সেখানে সোমবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে কোম্পানীর লোকজন স্থানীয় রোহান আহাম্মদীয়া হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়( ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)। এর পাঁচ মাস আগে তিনি এক মাসের ছুটি শেষে জীবিকার উদ্দেশ্যে কাতার পৌঁছেন। গত ২২ বছর ধরে তিনি প্রবাস জীবন অতিবাহিত করেছেন। মৃত্যুকালে আবদুল কুদ্দুস তার স্ত্রী নাছিমা বেগম, ছেলে সোহেল, জুয়েল ও নেছারসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। নিহত আবদুল কুদ্দুসের লাশ শিগগিরই দেশের ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।