রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

প্রবাসীকে বিয়ে করছেন মৌনি রায়

বিনোদন ডেস্ক: বলিউডে একের একে বিয়ে করছেন তারকারা। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী মৌনি রায়। সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন তিনি। তবুও বহুবার বিভিন্ন গুজব তৈরি হয়েছে তার জীবন ও সম্পর্ক নিয়ে। এবার শোনা যাচ্ছে, দুবাই প্রবাসী প্রেমিক সুরজ নাম্বিয়ারকে গোপনে বিয়ে করছেন তিনি।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আগামী বছরের ২৭ জানুয়ারি বিয়ে করছেন মৌনি। ২৬ জানুয়ারি প্রি ওয়েডিং কিছু অনুষ্ঠান রয়েছে। বিয়ের আসর বসবে ইটালি অথবা দুবাইতে। জানিয়েছেন মৌনির আত্মীয়রা। তারাই সংবাদমাধ্যমের কাছে মৌনির বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। ভারতে হবে বিয়ের অনুষ্ঠান। তাও আবার বাংলাতেই, তার বাড়ি কোচবিহারে। বিয়ের পরে রিসেপশনের আয়োজন করা হয়েছে।

বিয়ের খবর প্রকাশ্যে এলেও মৌনি ও সুরজকে খুব কমই একসঙ্গে দেখা গেছে। তবে একবার তার পোষ্য সারমেয় ও সুরজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘দুজনেই আমার। আই লাভ ইউ।’ এই বছরের প্রথম দিকে মন্দিরা বেদির বাড়িতে সুরজের সঙ্গে দেখা করেছিলেন মৌনির মা ও বাবা। তাই আন্দাজ করাই যাচ্ছে বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ফলে বলিউড আরও একটি গ্র্যান্ড ওয়েডিং দেখবে।

হিন্দি টেলিভিশন থেকে মুম্বাইয়ে অভিনয় শুরু করেছিলেন মৌনি। তারপর বড় পর্দায় জায়গা করে নেন। কিউকি সাঁস ভি কভি বহু থি ধারাবাহিক তার প্রথম কাজ। এরপর নাগিন, দো সহেলিয়া-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। মৌনি বড় পর্দায় কেজিএফ, রোমিও আকবর ওয়াল্টার-এ অভিনয় করেছেন। সম্প্রতি মৌনি তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের সঙ্গে দেখা করেন এবং ছবি তোলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular