প্রধান বিচারপতির সঙ্গে আরও আলোচনা হবে: ওবায়দুল কাদের !

0
21

নিউজ ডেস্ক:

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আরও কথা বলবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আলোচনা এখনও শেষ হয়নি।

আরও আলোচনা হবে। শেষ হওয়ার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না। গতকাল রবিবার সন্ধ্যায় গুলিস্তানে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এর আগে, শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, গতকাল আমি মাননীয় প্রধান বিচারপতির বাসায় গিয়েছিলাম। আলোচনা হয়েছে, আমি তার সঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে পর্যবেক্ষণ, তার যে অবজারভেশন ছিল, সেগুলো নিয়ে আমি আমার পার্টির বক্তব্য তাকে জানিয়েছি।