অনলাইন ডেস্ক:
ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির পক্ষ থেকে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা আশা করতে পারি যদি কোনো চক্রান্ত না হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। ফলে এদেশের জনগণ তাদের পছন্দ মতো দলকে ভোট দিতে পারবেন। কারণ গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এটা ঈদের আনন্দের মতো এদেশের মানুষের কাছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা নিয়ে কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব বলেন। এসময় তিনি আরও বলেন, সংস্কার সংস্কার করে একদল লোক পাগল হয়ে গেছে। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে আমি বলবো যেটা করার করে ফেলেন। ঘোষণা দিয়ে কোনো কাজ হয় না।
মির্জা আব্বাস বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আওয়ামী লীগ ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলেও জানান তিনি।