প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড !

0
21

নিউজ ডেস্ক:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ওয়াসিম আক্তার, রাশেদ ড্রাইভার, মো. ইউসুফ, শেখ ফরিদ, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই এবং মাওলানা আ. রউফ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে আদেশে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত নির্ধারিত পদ্ধতি অনুযায়ী গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এই মামলায় মেহেদী হাসান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামি আনিসুল ইসলাম, মো. মহিবুল্লাহ ও সারোয়ার হোসেন মিয়াকে ১৪ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে গোপালগঞ্জের বিসিক নগর এলাকায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আরেক মামলায় ৯ জনকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

এরা হলেন- মো. ইউসুফ, মো. আনিসুল ইসলাম, মেহেদী হাসান, ওয়াসিম আক্তার, মো. মহিবুল্লাহ, মাহমুদ আজাহার, রাশেদ ড্রাইভার, মো. শাহনেওয়াজ ও শেখ মো. এনামুল হক।

এদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এই মামলায় হাসমত আলী কাজী, আবুল হোসেন খোকন, মুন্সী ইব্রাহীম ও লোকমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ট্রাইব্যুনাল তাদের খালাস দিয়েছেন।