প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আনন্দ মিছিল !

0
32

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের করা হয়।
এটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এতে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সহ ঢাবির বিভিন্ন হলের নেতা-কর্মীরা অংশ নেন।