বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ ঘোষনা মেহেরপুর আনন্দ মিছিল

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর বাংলাদেশ আওয়ামীলীগ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ ঘোষনা করায় মেহেরপুর জেলা যুবলীগ আনন্দ মিছিল বের করে।
গতকাল রবিবার বিকালে মেহেরপুর জেলা যুবলীগের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে মেহেরপুরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। রালীতে অন্যদের মধ্যে সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, মাহাবুবুর রহমান মাহাবুব, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে এক পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বরকে জনগণের ক্ষমতায়ন দিবসের প্রস্তাবক কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক এবং দিবসটি ঘোষনা করায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে ধন্যবাদ জানানো হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular