যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন আজ। যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রথম প্রহরে শুরু হয়েছে ভোটগ্রহণ। মধ্যরাতেই ভোট দিয়ে ফেলেছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট একটি গ্রামের ভোটাররা। আর তাতে ড্র করেছেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এটিই মঙ্গলবারের প্রথম ভোটগ্রহণ।
জানা গেছে তিনটি করে ভোট পেয়ে ড্র করেছেন এই দুই প্রতিদন্দী।
ভোটার কম থাকায় অল্প সময়ের মধ্যে ওই গ্রামের ভোট গণনাও শেষ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে মঙ্গলবার রাতের প্রহরে শুরু ভোট গ্রহণ। অল্প সময়ের মধ্যেই শেষ হয় ভোটগ্রহণ ও গণনা। কেননা গ্রামটির ভোটার সংখ্যা ১০ জনেরও কম। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তর প্রান্তে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বরাবর এ গ্রামটির অবস্থান।