নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টির জন্য মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে, ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম ও শুভাশিস রায়।
প্রায় ৯ মাস টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সবশেষ গত মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শেষ ম্যাচটির দলের শুধু আল আমিন হোসেন ছাড়া সবাই আছেন এবারের প্রথম টি টোয়েন্টির দলের স্কোয়াডে। হ্যামস্ট্রিং চোটের কারণে বাদ পড়া মুশফিকের পরিবর্তে দলে আছেন নুরুল হাসান সোহান। এছাড়া টি টোয়েন্টি দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও পেসার শুভাশিস রায়। বাজে ফর্মের মধ্যে দিয়ে গেলেও, জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার।
দলের অন্য সদস্যরা হলেন, মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, ইমরুল, সাব্বির, মোসাদ্দেক, রুবেল, তাসকিন, শুভাগত ও মোস্তাফিজ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামী মঙ্গলবার প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।