বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ব্রাজিল

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোল পেতে দেরি হচ্ছিল ব্রাজিলের। তবে ৩১ মিনিটে দারুণ সুযোগ পেয়ে যায় সেলেসাওরা। গোল এরিয়ায় প্যারাগুয়ের আন্দ্রিয়ের কোবাসের হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু গোল করার সেই সুযোগ মিস করেন লুকাস পাকেতা। গোলবারের বাঁপাশ দিয়ে বল বাইরে মেরে দেন ব্রাজিল ফরোয়ার্ড।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ ভোগায়নি ব্রাজিলকে। ৪ মিনিট পরই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি মিস করা পাকেতার অ্যাসিস্টে বাঁপায়ের দুরন্ত শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

৪৩ মিনিটে আবারও গোল করে ব্রাজিল। কাছ থেকে বাঁপায়ের শটে গোল করেন রদ্রিগো। নেইমার জুনিয়রের বদলে ১০ নম্বর জার্সি পরিহিত এই রিয়াল তারকার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

এর আগে, শনিবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের নেভাডায় ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৭টায়।

কোস্টরিকার সঙ্গে গোলশুন্য ড্র বদলে দিয়েছে সব হিসাব নিকাশ। শিরোপা তো দূরের পথ, কোয়ার্টার ফাইনাল খেলাই যে এখন কঠিন। তাই প্যারগুয়ের বিপক্ষে অতি সতর্ক অবস্থানে ২০১৯’র চ্যাম্পিয়নরা।

কোচ দোরিভাল জুনিয়রও যথেষ্ট চাপে আছেন। তার অধীনে ব্রাজিল কোনো ম্যাচ না হারলেও, জয় মাত্র দুটিতে। বাকি তিনটি ড্র। তাই প্যারাগুয়ের বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া বিকল্প নেই সেলেসাওদের।

অনেকটা ডু অর ডাই ম্যাচ প্যারাগুয়ের জন্য, টুর্নামেন্টে টিকে থাকতে, পয়েন্ট চাই এ ম্যাচে। তবে গুস্তাভো ভিলাজকুয়েজ, আন্দ্রেস কুবাসদের হলুদ কার্ড চিন্তার কারণ। সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সেও অনেক পিছিয়ে লা আলবিরোহা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ চার ম্যাচেই হার। দু’দলের ৮৩ দেখায় ৫১ জয় ব্রাজিলের। প্যারাগুয়ে জিতেছে ১৩টি।

ডি গ্রুপে একটি করে ম্যাচ খেলেছে দুই দেশ। ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে কলম্বিয়া, আর এখনো খাতা খুলতে পারেনি প্যারাগুয়ে। ব্রাজিল ও কোস্টারিকার পয়েন্ট এক করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular