বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রতি ইসরায়েলি বন্দির জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে প্রতি ইসরায়েলি বন্দি মুক্তির জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন। পাশাপাশি যারা ইসরায়েলি বন্দিদের মুক্ত করতে সহায়তা করবে, তাদের এবং তাদের পরিবারকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি অঞ্চল থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি

মঙ্গলবার (১৯ নভেম্বর) গাজায়  “নেটজারিম করিডোর” পরিদর্শনকালে নেতানিয়াহু এই ঘোষণা দেন। ইসরায়েলি সেনাবাহিনীর নির্মিত নেটজারিম করিডোর গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিচ্ছিন্ন করার জন্য তৈরি করা হয়েছে।

নেতানিয়াহু বলেন, ” যে গাজায় ইসরায়েলি বন্দিদের একজনকে ফেরত দেবে বা আমাদের কাছে নিয়ে আসবে সে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি অঞ্চল থেকে মুক্তি পাবে। আমরা প্রতি বন্দির জন্য ৫ মিলিয়ন ডলারও দেব।”

ইসরায়েলি তথ্য অনুযায়ী, গাজায় এখনও ১০১ জন বন্দি রয়েছেন, তবে তাদের মধ্যে এক-তৃতীয়াংশের ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেতানিয়াহুর এই ঘোষণার মধ্যেই ইসরায়েলে বন্দিদের পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ চলছে। তারা বন্দি মুক্তির জন্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছেন। তবে নেতানিয়াহু বারবার বলেছেন, সামরিক অভিযানই একমাত্র উপায় সব বন্দিকে মুক্ত করার। এবং সব বন্দিকে মুক্ত না করা পর্যন্ত গাজা যুদ্ধ চলতে থাকবে।

এদিকে বন্দিদের পরিবারের অভিযোগ, নেতানিয়াহুর সরকার যুদ্ধবিরতির জন্য যথেষ্ট চেষ্টা করছে না।

উল্লেখ্য, জাতিসংঘের একটি বিশেষ কমিটি ইসরায়েলের যুদ্ধ নীতিকে “গণহত্যার বৈশিষ্ট্যপূর্ণ” এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে “ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার” করার অভিযোগ করেছে। তারা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ৪৪,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১,০৪,০০০ এর বেশি আহত হয়েছেন।

এছাড়া সম্প্রতি রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা গাজায় “পরিপূর্ণ যুদ্ধবিরতি” এবং “মানবিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular