নিউজ ডেস্ক:
ফ্রান্সের প্যারিসের চ্যাম্পস এলিসিতে পুলিশের ওপর হামলা ও এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় সন্দেহভাজনের নাম অবশেষে প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) প্যারিস প্রসিকিউটররা জানান, সন্দেহভাজন হামলাকারীর নাম করিম শরফি।
এ ব্যাপারে প্রসিকিউটর আরও জানান, শরফির বিরুদ্ধে আগেও চারটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ কর্মকর্তাকে হত্যার ইচ্ছে প্রকাশ করার পর গত ফেব্রুয়ারিতে শরফির বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। এদিকে, হামলার পর জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল তাতে হামলাকারীর নাম আবু ইউসূফ আল-বালজিকি বলে উল্লেখ করা হয়েছিল। তবে দু’টি নামই এক ব্যক্তির কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি এখনও।
উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত নয়টার দিকে মধ্য প্যারিসের চ্যাম্পস এলিসি এলাকায় পুলিশ বাসের পাশে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে হঠাৎই এক ব্যক্তি পিস্তল থেকে পুলিশের দিকে গুলি চালাতে শুরু করে।
এ ব্যাপারে ব্রাঁদে দাবি করেন, হামলাকারী ইচ্ছাকৃতভাবে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে।
এদিকে, হামলার কিছুক্ষণ পরই প্যারিস প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিনস জানান, হামলাকারীর পরিচয় তাদের জানা আছে এবং তা যাচাই করা হয়েছে। তদন্ত ও অভিযানের স্বার্থে সেসময় সন্দেহভাজনের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।
আর এর বেশ কয়েক ঘণ্টা পর শুক্রবার মলিনস জানান, হামলাকারীর নাম করিম শরফি। কালাশনিকভ রাইফেল ব্যবহার করে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে সে। মাথায় দুটি বুলেটবিদ্ধ হয়ে ওই কর্মকর্তা নিহত হন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে সমর্থন করে লেখা একটি নোট হামলাকারীর মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তবে মরিনস বলছেন, হামলাকারীর সঙ্গে ইসলামী উগ্রপন্থার সংযোগ থাকার আপাত প্রমাণ পাওয়া যায়নি।