নিউজ ডেস্ক:
বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন চলমান সমস্যাবলী নিয়ে আলোচনার জন্য প্যারিসে সফরত প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের দু’জন উচ্চপদস্থ প্রতিনিধির সাথে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা’র একটি নেতৃবৃন্দ দীর্ঘ বৈঠক করেছে।
গত বৃহস্পতিবার প্যারিসে একটি হোটেলে এই বৈঠক সম্পন্ন হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিনিধি দলের পক্ষ থেকে মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ ও মোঃ সেলিম রেজা এবং আয়েবার পক্ষ থেকে সহ-সভাপতি ফখরুল আ ক ম সেলিম ও সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনু উপস্হিত ছিলেন। এ সময় আয়েবার প্রতিনিধি দলের সাথে আরো উপস্হিত ছিলেন এ টি এম রেজা, শুভ্রত ভট্রাচার্য্য শুভ, রিপন বড়ুয়া ও এমদাদুল হক স্বপন।
গত নভেম্বর মালয়েশিয়ার কয়ালালামপুরে আয়েবা’র আয়োজনে বাংলাদেশ ওয়ার্ল্ড সামিট ২০১৬ অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৬০০ বেশী প্রতিনিধির উপস্হিতিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে ২৩ দফা প্রস্তাব গৃহিত হয়। এরপর আয়েবার সাধারন সম্পাদক কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে এই ২৩ দফা নিয়ে ধারাবাহিক কর্ম তৎপরতা শুরু করে।
এবারের বৈঠকটিও ছিল প্রবাসীদের বিভিন্ন সমস্যাবলীর চলমান বিশ্লেষণ। নেতৃবৃন্দ আবর আমিরাতে কর্মরত ৬০ হাজার বাংলাদেশী প্রবাসীর ভিসা সমস্যা নিয়ে নিজেদের উদ্বিগ্নতার কথা বলেন। উল্লেখ্য ২০২০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব বানিজ্য মেলার স্হান নির্ধারণের সময় বাংলাদেশ অফিসিয়ালি রাশিয়ার পক্ষালম্বন করে আর এতে আমিরাত বাংলাদেশের প্রতি শীতলতার সহিত ক্ষুব্ধ হয়। এর ফলশ্রুতিতে বর্তমানের সেদেশে কর্মরত ৬০ হাজার বাংলাদেশী প্রবাসীদের ভিসা নবায়নে প্রতিবন্ধকতা হচ্ছে বলে জানা যায়। এ বিষয়েও প্রতিনিধি দলের সাথে বৈঠকে আলোচনা হয়।
এছাড়া মালয়েশিয়া তৈরী হওয়া নতুন শ্রম বাজারে পূর্বের ন্যায় আবারও বাংলাদেশের শ্রম বাজার নৈরাজ্য সৃস্টি হোতা শীর্ষ দু্র্নীতিবাজ চক্রের অপতৎপরতার বিষয়টি বৈঠকে উত্থাপিত হয়। কোন অশুভ চক্রের জন্য যেন আমাদের কাঙ্ক্ষিত শ্রম বাজার ধ্বংস না হয় নেতৃবৃন্দ এ ব্যাপারে আলোকপাত করেন।
বর্তমানে উন্নয়নের পূর্ব শর্ত হলো বিনিয়োগ আর প্রবাসীরা কিভাবে তাদের অর্জিত অর্থ দেশের কাজে লাগানো যায় এ বিষয়টি নিয়ে পদক্ষেপের জন্য প্রতিনিধি দলকে আয়েবার নেতৃবৃন্দ আহবান জানান। দেশে বিকাশিতমান সেবা সেক্টরে প্রবাসীদের অভিজ্ঞতা কিভাবে কাজে লাগানো যায় তা পর্যালোচনা করেন। আয়েবার বিভিন্ন দেশে নেতৃবৃন্দ দক্ষ শ্রমিক পাঠানোর ব্যাপার গুরুত্ব আরোপ করেন। দু পক্ষই পরস্পর একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।