পোষ্যদের জন্য ট্যাক্সি !

0
28

নিউজ ডেস্ক:

পোষা প্রাণীর জন্য ট্যাক্সিসেবা চালু হয়েছে ভারতের মুম্বাইয়ে। এই ট্যাক্সির ভাড়া ২৫ টাকা প্রতি কিলোমিটারে। অনলাইনেও বুকিং করা যায়। লক্ষ্মী আগরওয়াল নামক মুম্বাইয়ের এক বাসিন্দা এ অভিনব ট্যাক্সিসেবা চালু করেছেন।

মুম্বাই কয়েকটি জায়গায় চালু হয়েছে এ ট্যাক্সি সেবা। তবে পুরো মুম্বাই শহরেই এ সেবা চালু করতে চান লক্ষ্মী আগরওয়াল। পেট ট্যাক্সি সেবা পেতে ২৪ ঘন্টা আগে বুকিং করতে হয়।

লক্ষ্মী আগরওয়াল জানান, পেট ট্যাক্সি সেবা চালু হওয়ার পর সকলের থেকে ভালো সাড়া মিলছে। কিছুদিন আগে পুনে থেকেও এ পেট ট্যাক্সিং পাওয়ার জন্য বুকিং করা হয়েছিল।