বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পোশাক খুলে খ্যাত হওয়া সেই শার্লিন এখন ভূত !

নিউজ ডেস্ক:

সম্প্রতি ৯ মিনিটের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শার্লিন চোপড়া। ‘মায়া’ নামে এই স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটির নায়িকা খোদ শার্লিন। একটি ভূতকে ঘিরে গড়ে উঠেছে কাহিনির ভিত। এই ভূত আবার শার্লিনের ‘লুক অ্যালাইক’। মাত্র ৯ মিনিটের এই ছবিতে নিজের শরীরী জাদুর বিস্ফোরণও রাখার চেষ্টা করেছেন শার্লিন। ভূতের চরিত্রে থাকা শার্লিনকে দেখানো হয়েছে এক গভীর জঙ্গলের মধ্যে ঝরনার পাশে বসে থাকতে। আর তার পরনে স্বল্পবাস।

শার্লিনের জাদু দেখতে গেলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আর এই ছবির মধ্যে দিয়েই শার্লিন একাধারে পরিচালক, গল্প লিখিয়ে এবং প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছেন।

একটা সময়ে মডেলিং করতেন শার্লিন। সেখান থেকে পা রেখেছিলেন বলিউডে। সেইসঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী ছবিতেও। মাঝে বিশ্বখ্যাত গ্ল্যাম ম্যাগ ‘প্লে-বয়’-এর ‘কভার গার্ল’ হয়েছিলেন। এর মাঝেই ‘কামসূত্র থ্রি ডি’ নামে একটি ছবি করছিলেন। সেই ছবি এখনও মুক্তি পায়নি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular