বাংলাদেশের পোশাক এবং ওষুধ শিল্পের কর্মীদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা এ দুই শিল্পকে বিশ্বের সম্ভাব্য শির্ষে নিয়ে যেতে চাই। দুর্বল করার তো প্রশ্নই আসে না। আমরা এ দুই খাতের বিদেশি ক্রেতাদের একত্রিত করে সহযোগিতা চাইবো। যেন বাংলাদেশের এ শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে আস্থা যোগ্য হয়ে গড়ে উঠতে পারে।
সব কিছুই সম্ভব যদি আমরা শ্রমিক-মালিক সম্পর্কটা এটা আনন্দদায়ক জায়গায় নিয়ে যেতে পারি। ’
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে করা হয়েছে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কার্যক্রম চালানোর জন্য দান করতে দেশের সর্বস্তরের মানুষ এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটি ড. ইউনূসের দ্বিতীয় ভাষণ। গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি।