পেরুতে শক্তিশালী ভূমিকম্প!

0
48

নিউজ ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬‌ দশমিক ১। তবে এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গতকাল রোববার ব্রাজিল-‌পেরু সীমান্ত থেকে দক্ষিণ-‌পূর্বে ১০০ কিমি দূরে এসপারেঞ্জা শহরের ৫০০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

তীব্র ভূমিকম্প হলেও গভীরতা থাকায় ক্ষয়‌ক্ষতির আশঙ্কা কম রয়েছে।

এসপারেঞ্জো শহরে ৪৫০০ মানু্ষের বাস। তাই সেখানে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।