মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘মাথার খুলি’, কালীপুজোর পরেই ‘মৃতের হানা’

নিউজ ডেস্ক:

মানুষের মাথার খুলির আকারের একটি ধুমকেতু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। কালীপুজোর পরেই এই মৃত ধুমকেতু পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বলেই দাবি নাসার বিজ্ঞানীদের।

মহাকাশের এই ‘পাথর’টিকে প্রথম দেখে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি দল। ২০১৫ সালের ১০ অক্টোবর এই ধুমকেতুটিকে যখন দেখা যায়, তার নাম দেওয়া হয় ‘অ্যাস্ট্রয়েড২০১৫ টিবি১৪৫’।

তখন নাসা এই মৃত ধুমকেতুটির নাম দিয়েছে ‘গ্রেট পাম্পকিন’ বা ‘বড় কুমড়ো’। কারণ সে বছর পাশ্চাত্যের হ্যালোয়িন উৎসবের সময় এই মৃত ধুমকেতুটি পৃথিবী থেকে প্রায় ৫ লক্ষ কিলোমিটার দূর দিয়ে উড়ে গিয়েছিল।

এ বছর আবার ১১ নভেম্বর সেই মাথার খুলির মতো আকারের ধুমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বলেই জানাচ্ছে নাসা।

নাসার যে সব বিজ্ঞানী বিশেষ টেলিস্কোপ দিয়ে এই ধুমকেতুটিকে দেখেছেন, তাঁরা বলছেন সূর্যের চারিদিকে ঘোরার ফলে ধুমকেতুটির গা থেকে বরফের আস্তরণ খসে গেছে। ২০১৫ সালে এই মৃত ধুমকেতুটিকে দেখে নাসা বলেছিল এটি ২০০০ ফুট চওড়া।

তবে ২০১৮ সালের পরে আগামী ৭০ বছরে এটির আর পৃথিবীর ধারে কাছে আসবে না বলেই বিজ্ঞানীদের হিসেব।

Similar Articles

Advertismentspot_img

Most Popular