প্রতিবছরের মত এবার আর বড় করে পূজা হচ্ছে না মল্লিক বাড়িতে। আরজি কর হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় গোটা কলকাতা প্রতিবাদে মুখর হয়েছিল। সে কারণেই এবার বড় করে পূজা না করার সিদ্ধান্ত নিয়েছেন রঞ্জিত মল্লিক। তবে ঘরোয়াভাবে হবে পূজা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মণ্ডপে বসেই অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছা জানালেন কোয়েল মল্লিক।
সম্প্রতি জানিয়েছিলেন, কোয়েল দ্বিতীয় বার মা হতে চলেছেন। তার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পূজার মধ্যে বিশ্রাম নিতে নারাজ কোয়েল। সপ্তমীতে বাড়ির দুর্গামণ্ডপেই দেখা গেছে অভিনেত্রীকে। ভক্তদের উদ্দেশে শারদীয়ার বিশেষ শুভেচ্ছাবার্তাও দিলেন অভিনেত্রী।
সপ্তমীতে অভিনেত্রীর পরনে ছিল গোলাপি শিফন শাড়ি। হাতে সোনার বালা, কপালে টিপ। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে কোয়েল বলেছেন, ‘‘শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি সকলকে। বড়দের আমার প্রণাম। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। পূজা দারুণ কাটুক। আনন্দে থাকুন, ভালো থাকুন। দারুণ ভূরিভোজ হোক, সঙ্গে ঠাকুর দেখা।’’ এরই সঙ্গে প্রতিমার দিকে নির্দেশ করে কোয়েল বলেন, ‘‘মায়ের কাছে প্রার্থনা করি, যাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়। ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন।’’