পুলিশের গাড়ি চুরি করতে গিয়ে যা হল চোরের!

0
73

নিউজ ডেস্ক:

চোর শোনে না ধর্মের কাহিনী। সেটা সাধারণ মানুষের হোক আর পুলিশের হোক চোর সুযোগ পেলেই চুরি করে।
এবার জাপানে পুলিশ ভর্তি একটি গাড়ি চুরি করতে গিয়ে ধরাশায়ী চোর। আশপাশে কাউকে না দেখে চুপি চুপি পায়ে গাড়ির কাছে এসে দাঁড়াল একটি শরীর। নিঃশব্দে পকেট থেকে নকল চাবি বের করল। গাড়ির দরজায় চাবিটি ঢোকানোর আগে, একবার অভ্যাসবশত ডান-বাঁ’দিকে তাকিয়ে নিল। না কেউ নেই…নিশ্চিত হয়েই গাড়ির দরজায় ঢুকিয়ে দিল নকল চাবিটি। দরজাটি খুলতেই সামনে সিটের উপরের লাইটটি জ্বলে উঠল। অপটু চোর তখন কিংকর্তব্যবিমূঢ়। গাড়ি ভর্তি পুলিশকর্মীরা ঘুমোচ্ছিলেন। উঠে গেছেন এবার।

জাপানের নুমাজু শহরের এই ঘটনাই সম্প্রতি ভাইরাল হয়েছে। নতুন নতুন চুরি বিদ্যা রপ্ত করা উশিও সাটোকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, গাড়ি চুরির চেষ্টার।

গাড়ির ভিতর পুলিশকর্মীর দেখে হকচকিত উশিও কিন্তু ছুট দিয়েছিলেন। তবে বেশি দূর যাওয়া হয়নি। আগেই ধরা পড়ে যান। ২৩ বছরের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে শীঘ্রই আদালতে পেশ করা হবে। স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, গাড়িটিতে পুলিশ স্টিকার ছিল না। তাই প্রাথমিক ভাবে বুঝতে পারেনি উশিও।