বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পুলিশকে বিশেষ নির্দেশনা !

নিউজ ডেস্ক:

পুলিশ সুপারদেরকে (এসপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ জারি করা হয়েছে। গত শনিবার রাতে এই নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

গতকাল রবিবার দুপুরে পুলিশ সদর দফররের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ৬৪টি জেলাতেই এই নির্দেশনা পাঠানো হয়েছে। সতর্ক থেকে জনগণের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জঙ্গিরা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে সেদিকে সবোর্চ্চ সর্তক থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিবাদ বিরোধী অভিযানে দু’জন পুলিশ সদস্যসহ মোট ছয়জন নিহত হন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular