পুরো আমেরিকান ভূখণ্ড এখন উত্তর কোরিয়ার হামলার আওতায় !

0
23

নিউজ ডেস্ক:

চাইলেই এখন আমেরিকার পুরো ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম উত্তর কোরিয়া। কারণ আমেরিকার পুরো অঞ্চলটাই এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার আন্তর্মহাদেশীয় অঞ্চলে হামলায় সক্ষম এমন একটি  অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনকে উদ্ধৃতি করে বলেছে, উত্তর কোরিয়া যে কোনো সময় যে কোনো জায়গায় হামলায় সক্ষম।

কিম জং-উন বলেছেন, শুক্রবারের পরীক্ষার মাধ্যমে আমেরিকার পুরো ভূখণ্ডেই উত্তর কোরিয়ার হামলার সক্ষমতার বিষয়টি নিশ্চিত হয়েছে।