বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পুরোনো বাইকের মেলা শুরু !

নিউজ ডেস্ক:

রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী পুরোনো বাইকের মেলা।
গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হয়েছে। শেষ হবে আজ শনিবার।
প্রথমবারের মতো ‘এখানেই বাইক বাজার’ শীর্ষক এ মেলার আয়োজন করেছে অনলাইন মার্কেটপ্লেস ‘এখানেই ডটকম’।

ব্যক্তিগতভাবে ব্যবহৃত বাইক মেলায় প্রদর্শন করা হয়েছে। কেনাকাটার বিষয়ে সহযোগিতা দিতে ‘এখানেই ডটকম’ মেলায় একটি বুথ স্থাপন করেছে। যেখানে বিআরটিএ’র সহায়তায় ক্রেতা প্রদর্শিত বাইকের কাগজপত্র পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। ফলে শতভাগ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতারা বাইক কিনতে পারছেন। এ ছাড়া রয়েছে বাইকের যন্ত্রাংশ এবং পারফরমেন্স পরীক্ষা করে দেখার সুযোগ।

সকাল থেকেই দর্শনার্থীরা বাইক দেখছেন, কাগজপত্র পরীক্ষা করে দেখছেন। দামের সঙ্গে সামঞ্জস্য হলে কেউ কেউ কিনছেন পছন্দের বাইক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular