নিউজ ডেস্ক:
বর্তমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আয়কর আইন করার দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি)। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কেন্দ্রে প্রত্যক্ষ কর আইনের খসড়া প্রণয়ন পরামর্শ সভায় সংগঠনটির নেতা হুমায়ন কবির এ দাবি জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। কর অঞ্চল ৮ এর যুগ্ম কর কমিশনার হাফিজ আল আসাদ আয়কর আইন-২০১৭ নিয়ে এক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
পুরাতন আইনের কাছাকাছি রেখে নতুন আয়কর আইন করার পক্ষে যুক্তি তুলে ধরেন হুমায়ন কবির। তিনি বলেন, ‘নতুন আয়কর আইন পুরাতন আইনের কাছাকাছি থাকলে ব্যবসায়ীদের তা বুঝতে সুবিধা হবে। কারণ, দীর্ঘ সময়ে এ নিয়মে ব্যবসায়ীরা আয়কর দিয়ে আসছেন। তাই পরিবর্তন করুন কিন্তু পুরাতন আইনের সঙ্গে সঙ্গতি রেখে।
তিনি আরো বলেন, ‘যেহেতু ভবিষ্যতে এই আইনটি পরিবর্তন করার সুযোগ আছে। পুরাতন আয়কর আইনের কাছাকাছি নতুন আইন হলে তা সার্বজনীন হবে। নতুন ভ্যাট আইন অ্যাকাউন্টিং রুল বেইজ না করে প্রিন্সিপাল বেইজ করার দাবি করেন আইসিএবির প্রেসিডেন্ট আদিব এইচ খান।
সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘দেশীয় শিল্প রক্ষায় এনবিআর সর্বদা সচেষ্ট। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনাও আছে। আমরা দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকি। ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে। এজন্য আমাদের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে বলা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এনবিআর সদস্য (করনীতি) পারভেজ ইকবাল।