বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

পুড়ছে হলিউড, কাঁদছে জায়েদ খানের মন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ। বাদ যায়নি সেখানকার রুপালি পর্দার তারকারাও। এখন পর্যন্ত হলিউডের বেশ কয়েক তারকার বসতবাড়ি দাবানলে পুড়েও ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই আগুনে মন কাঁদছে আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের।

শুক্রবার (১০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কিছু ভয়াবহ দৃশ্য তুলে ধরেন জায়েদ খান। সেই পোস্টে ক্যালিফর্নিয়ায় এই বিপর্যয়ের জন্য দোয়া-প্রার্থনার আহ্বান করেন তিনি। ক্যাপশনে লেখেন, প্রে ফর ক্যালিফোর্নিয়া-ইউএসএ। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এসব কথা বলেন তিনি।

এদিকে জায়েদ খান গণমাধ্যমে জানান, আমেরিকার যেসব জায়গা দাবানলের আগুনে পুড়ছে, সেসব জায়গাতে একটা সময় বহুবার গিয়েছেন তিনি। বলেন, ‘অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে হলিউডে অনেক আর্টিস্টদের বাড়ি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে।’

হলিউড তারকাদের প্রতিই সমবেদনা প্রকাশ করতে পোস্টটি করেছেন বলেও জানান জায়েদ খান। তিনি বলেন, ‘আমার ভেতরটা সত্যিই কাঁদছে।’

রয়টার্সের খবর অনুযায়ী, গত মঙ্গলবার একসঙ্গে ছয়টি দাবানল শুরু হয়। এতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। কমপক্ষে ১০ জন নিহত এবং প্রায় ১০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular