নিউজ ডেস্ক:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে পুঁজিবাজারের উন্নতি ও একে গতিশীল করার জন্য সরকার আরো সহায়তা দিতে প্রস্তুত। পুঁজিবাজারের জন্য যদি কোনো আইনি সহায়তা প্রয়োজন হয়, সেটিও করবে সরকার। একইসঙ্গে পুঁজিবাজার বিকাশে কোনো আইনি প্রতিবন্ধকতা থাকলে সেগুলোও দূর করা হবে।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে স্টেকহোল্ডাররা কাজ করে যাচ্ছে। যেখানে সরকার আইনি সহায়তার মাধ্যমে ভূমিকা রাখছে। যেসব আইন বাধার সৃষ্টি করছে, এই বাজারের মঙ্গলের জন্য সেগুলো সরিয়ে দেওয়া উচিত। তাহলে পুঁজিবাজারের উন্নতি সম্ভব।
বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। তিনি পুঁজিবাজারের বিভিন্ন সংস্কার ও কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, আমাদের দেশে অর্থনীতির প্রবৃদ্ধি যেভাবে হয়েছে পুঁজিবাজারের প্রবৃদ্ধি তেমনভাবে হয়নি। যে দেশের পুঁজিবাজার যত বড় সে দেশের অর্থনীতি তত বড়। উন্নত দেশের জিডিপিতে পুঁজিবাজারের অবদান অনেক বেশি।
বিভিন্ন দেশের অর্থনীতির উদাহরন টেনে তিনি আরো বলেন, একটি সমৃদ্ধ পুঁজিবাজার একটি উন্নত অর্থনীতির পূর্বশর্ত। আপনারা দেখবেন যুক্তরাষ্ট্রের মত দেশের জিডিপির আকার হলো ৮০ শতাংশ সেখানে ওই দেশের পুঁজিবাজার আকৃতি ৮০ শতাংশেরও বেশি।
বিদেশি বিনিয়োগকারীদের সম্পর্কে তিনি বলেন, একসময় শেয়ারবাজারে লেনদেনে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল এক শতাংশের মত। বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ৫ শতাংশের উপরে। কিন্তু প্রতিবেশী দেশ ভারতে এর হার অনেক বেশি। সুতরাং প্রণোদনা দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আনা যায়। এ ক্ষেত্রে তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে যাতে আনার পর ১৯৯৬ সালের মত সরে যেতে না পারে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে খায়রুল হোসেন বলেন, সমৃদ্ধ পুঁজিবাজারের জন্য বিনিয়োগকারীদের সচেতনতা দরকার। বিনিয়োগকারীরা সচেতন না হলে কোনো সংস্কার কাজে লাগবে না।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও সিএমজেএফ সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিএমবিএ- এর নেতারা।