রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

পীর-মুরিদ হত্যা মামলার প্রধান আসামি ৭ দিন রিমান্ডে !

নিউজ ডেস্ক:

দিনাজপুরের চাঞ্চল্যকর পীর-মুরিদ হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম বাবুকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে পীর ফরহাদ হোসেন চৌধুরী ও মুরিদ রুপালী বেগম পারুল হত্যা মামলার প্রধান আসামি বাবুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানের আদালতে হাজির করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন বোচাগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন। শুনানি শেষে বিচারক বাবুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দিনাজপুরের কোর্ট পরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার মো. হামিদুল আলম জানান, সোমবার রাতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগের কিছু অপরাধে জড়িত থাকার বিষয়ে মুখ খুললেও কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী এবং নারী মুরিদ রূপালী বেগম পারুলকে হত্যার প্রশ্ন কৌশলে পাস কাটানোর চেষ্টা করেছে সে।

সোমবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী জয়মনিরহাট বাজার থেকে তাকে আটক করে র‌্যাব। পরে রাতে আটক বাবুকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular