বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে ১৫ ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর।

নিউজ ডেস্ক:

পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে ১৫ ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ‘পিপিপি ফাইন্যান্সিং পার্টনারশীপ’ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ (পিপিপি) ১৪ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং বিশেষ অতিথি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা, ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular