বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

পিছিয়ে পড়েও জয় পেল লিভারপুল !

নিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে পিছিয়ে পড়েও জয় পেয়েছে লিভারপুল। প্রথমে গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল লিভারপুল। পরে ৩ গোল করে বার্নলির মাঠ থেকে দাপুটে জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান লিভারপুল কোচ।

নিজেদের মাঠে ম্যাচের ৫৪তম মিনিটে এগিয়ে যায় বার্নলি। কর্নারে একজন হেড করার পর গোলরক্ষক আলিসন ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ডি-বক্সে জটলার মধ্য থেকে সুযোগ কাজে লাগান জ্যাক কর্ক।

৬২তম মিনিটে দিভোক ওরিগির তৈরি করে দেওয়া বল ডান পায়ের শটে জালে জড়িয়ে লিভারপুলকে সমতায় ফেরান জেমস মিলনার। ৬৬তম মিনিটে ওরিগির বদলি নামার তিন মিনিট পর লিভারপুলকে এগিয়ে নেন ফিরমিনো। ৬৯তম মিনিটে সতীর্থের ফ্রি কিক থেকে পাওয়া বল নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সালাহর বাড়ানো বল মাপা শটে লক্ষ্যভেদ করে লিভারপুলের জয় নিশ্চিত করে দেন জেরদান সাচিরি।

এ জয়ে লিভারপুল ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular