পাকিস্তানি ব্যান্ড দল ‘জাল’-এর পর এবার কনসার্টে গান গাইতে ঢাকায় আসছে আরেক পাকিস্তানি ব্যান্ড দল ‘কাভিশ’। কথা ছিল ১০ ও ১১ জানুয়ারি কনসার্টটি অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত তারিখে কনসার্টটি আর হচ্ছে না।
‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামের আয়োজনের শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্টটির তারিখ পেছানো হয়েছে। ১০ ও ১১ জানুয়ারির পরিবর্তে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’।
তারিখ পেছালেও কনসার্টের ভেন্যু পরিবর্তন হয়নি। রাজধানীর সেনাপ্রাঙ্গণেই বসবে জমকালো গানের আসর।
এবারই প্রথমবার বাংলাদেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল ‘কাভিশ’। পাকিস্তানের জনপ্রিয় এ ব্যান্ড দলটি ১৯৯৮ সালে গঠিত হয়।
এ ব্যান্ডের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হলেন জাফর জাইদি ও মাজ মওদুদ। তাদের গড়া সেমি ক্ল্যাসিক্যাল এ ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘ফাসলে’, ‘ও ইয়ারা’, ‘তেরে পেয়ার মে’ ইত্যাদি।