বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

পিএসজিতে মেডিক্যাল পরীক্ষায় নেইমার !

নিউজ ডেস্ক:

বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে যাচ্ছেন এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। এছাড়া যুক্তরাষ্ট্রে বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে দলের সঙ্গে স্পেনে ফেরেননি নেইমার। যুক্তরাষ্ট্র থেকে তিনি বিজ্ঞাপন চুক্তির অংশ হিসেবে চীন গেছেন।

তবে এবার গুঞ্জন উঠেছে চীন থেকে সরাসরি পিএসজিতে মেডিক্যাল পরীক্ষার জন্য কাতারে যেতে পারেন ব্রাজিলিয়ান সেনসেশন। কাতারের গণমাধ্যম আল ওয়াতান এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই বার্সেলোনা ফরোয়ার্ডকে দলে ভেড়াতে পারে ফরাসি ক্লাবটি। এরই মধ্যে বাই-আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানা ঘোষণা দিয়েছে তারা। এরই অংশ হিসেবে মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করতে মঙ্গলবার নেইমার কাতারে যাচ্ছেন বলে জানিয়েছে আল ওয়াতান।

কাতারে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে দেখা করবেন নেইমার। এরপর দেশটির এসপেতার মেডিক্যাল সেন্টারে ফিটনেস পরীক্ষা দেবেন ২৫ বছর বয়সি এই তারকা। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে থাকার কথা বলতেই নাকি সেখানে যাচ্ছেন নেইমার। তবে অন্যদের দাবি, এই সম্মানী নেইমারকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করতে পারে।

সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রাক-মৌসুম প্রস্তুতিতে প্রথম দুই ম্যাচে তিন গোল করে বার্সার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সতীর্থদের দিয়ে করান দুটি গোল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular