পিএসএলে অভিষেক ম্যাচেই মাহমুদুল্লাহর ব্যাটে হাসি !

0
24

নিউজ ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই নিজেকে দারুণভাবে মেলে ধরলেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। আর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তার দল সংগ্রহ করে ১৪৮ রান।

বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের সপ্তম ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ৮৫ রানের মাথায় প্রথম সারির চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায়। এরপরই কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হাল ধরেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ২০ বলে ২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। তার এই ২৯ রানের ইনিঙ্গসে ছিল দুই চার ও একটি ছক্কার মার।

এ ছাড়া কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান আসাদ শফিক। থিসারা পেরেরা ২৭ এবং ২৬ রান করেন আহমেদ শেহজাদ।