পায়ের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ঘরেই করুন পেডিকিউর !

0
29

নিউজ ডেস্ক:

আমরা অনেকেই আমাদের নিজেদের পায়ের সৌন্দর্য বাড়িয়ে তুলতে নিয়মিত পেডিকিউর করে থাকি। কিন্তু আমাদের শত কাজের ব্যস্ততার কারণে সব সময় পার্লারে গিয়ে আমাদের পক্ষে পেডিকিউর করানো সম্ভবপর হয়ে ওঠেনা। আর পার্লারে গিয়ে পেডিকিউর করানো বেশ খরচ সাপেক্ষ।

তবে আপনি যদি চান তাহলে ঘরে বসেই আপনি করতে পারেন পেডিকিউর। আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল ঘরে বসেই পায়ের যত্ন নেওয়ার কিছু সহজ কৌশল সম্পর্কে-

প্রথমে নখ পরিষ্কার করুন। নেইল কাটার দিয়ে সুন্দর করে আপনার ইচ্ছামতো আকৃতি করে পায়ের নখগুলো কেটে নিন। পায়ে মধু অথবা ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। কুসুম গরম পানির সঙ্গে লেবুর টুকরো দিন এবং ১০ মিনিট পা ভিজিয়ে রেখে পরিষ্কার করুন। এবার ব্রাশ দিয়ে নখগুলো পরিষ্কার করুন।

যাদের পা ফেটে গেছে, তারা লেবুর রস দিয়ে গোড়ালি ঘষুন, এতে গোড়ালি নরম হয়ে আসবে। একটি নরম তোয়ালে দিয়ে পা দুটি মুছে ফেলুন।
সূত্রঃ দ্য টাইমস অব ইন্ডিয়া