পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশনের নামে ভোগান্তির অভিযোগ বহু পুরনো। এমতাবস্থায় নাগরিক সেবা পেতে পুলিশ ভেরিফিকেশনের মতো বিষয় উঠিয়ে দেয়ার সুপারিশ এসেছিল। এবার এ বিষয়ে বড় সুখবর দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। সেখানে উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস জানিয়েছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে, এটা তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি।
বিস্তারিত আসছে…