নিউজ ডেস্ক:
৩৩ কোটি ইউজারকে তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলার আবেদন জানাল টুইটার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ব্লগ পোস্টে টুইটারের তরফে জানানো হয়, বাগ আক্রান্ত হওয়ায় তাদের ইন্টারনাল কম্পিউটার সিস্টেমে টেক্সট হিসেবে জমা হয়ে যাচ্ছিল ইউজারদের পাসওয়ার্ড। যা থেকে ইউজারদের সুরক্ষিত রাখতেই এই অনুরোধ জানানো হচ্ছে।
টুইটারের মুখ্য আধিকারিক জ্যাক ডরসে টুইট করে জানান, দুঃখিত যে এমন কিছু ঘটেছে। আমরা ভুল শুধরে নিয়ে সমস্যা সমাধান করে ফেলেছি। ভয়ের কিছু নেই। তবুও সব ইউজারদের আমরা অনুরোধ করছি তারা যেন পাসওয়ার্ড বদলে ফেলেন।
অনলাইন সাইটগুলি ইউজারদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত রাখে সেই বিষয়ে বিশ্বজুড়ে নজরদারি শুরু হওয়ার পরই তড়িঘড়ি সমস্যা সমাধানে নামে টুইটার। এর আগে একই ভাবে কড়া নজরজারিতে ভুল স্বীকার করতে বাধ্য হয় ইকুইফিক্স, ফেসবুক ও উবের টেকনোলজি।