মো: মাসুদ রানা,কচুয়া:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশারফ হোসেনের পক্ষে রবিাবর বিকালে পালাখাল বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে পথচারী,ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মাঝে এসব লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে ওই বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খন্দকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবির হোসেনের পরিচালনায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ,উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান পাঠান,যুগ্ন আহ্বায়ক মকবুল হোসেন মিয়াজী,সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান স্বপন,সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানীয়া ,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. গাজী রশিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ইয়ার আহমেদ মজুমদার,ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক মজুমদার,কামরুল হাসান চৌধুরী,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,সদস্য সচিব মহসিন মিয়া,সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমির হোসেন আপন,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল,কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খন্দকার,সাধারন সম্পাদক শাহরিয়ার রাহুল সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ার পালাখাল বাজারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করছেন বিএনপির নেতাকর্মীরা।