বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পার্কিং ব্রেক ত্রুটি, ৫৩ হাজার গাড়ি ফেরৎ নিচ্ছে টেসলা !

নিউজ ডেস্ক:

মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার মডেল এস এবং মডেল এক্স এর কিছু গাড়িতে পার্কিং ব্রেক ত্রুটি ধরা পড়েছে।   তাই গাড়ি গুলো ফিরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। জানানো হয়েছে, ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবার পর্যন্ত তৈরি ২ শতাংশ গাড়িতে এই সমস্যা রয়েছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই ব্রেক ইস্যুতে কোনরকম দুর্ঘটনা বা আহতের অভিযোগ আসেনি। একটি বিবৃতিতে টেসলা বলেছে, মডেল এস এবং মডেল এক্সে স্থাপিত বৈদ্যুতিক পার্কিং ব্রেকগুলিতে একটি ছোট গিয়ার থাকতে পারে যা আমাদের তৃতীয় পক্ষের সরবরাহকারীর দ্বারা অনুপযুক্তভাবে উৎপাদিত। এছাড়াও পার্কিং ব্রেক কীভাবে পরিবর্তন করা যায় তা জানিয়ে গ্রাহককে মেইল করবে বলেও জানিয়েছে টেসলা।

এর আগে ২০১৫ মসালে টেসলা সিটবেল্ট সংযোগ সমস্যায় মডেল এস এর ৩ হাজার গাড়ি ফিরিয়ে নেয়। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি মডেল এস এবং মডেল এক্স এর মোট ৮৩ হাজার ৯২২টি গাড়ি উৎপাদন করে।

সূত্র: বিবিসি

Similar Articles

Advertismentspot_img

Most Popular