বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

‘পারলে আমার মত নেচে দেখাও’ মেয়েদের চ্যালেঞ্জ গেইলের! (ভিডিও)

নিউজ ডেস্ক:

ওয়েস্টইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল, মাঠে বা মাঠের বাইরে তার সরব উপস্থিতি। কখনো নাচ, কখনো গান আবার কখনো বির্তকের ঝড় তুলে। এবারও নিজস্ব মেজাজে পাওয়া গেল ক্যারিবিয়ান সুপারস্টারকে। ভারতে এসে নাচে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বসলেন মেয়েদের! ‘ফ্ল্যামবয়েন্ট’ ইমেজে বিশ্বজনীন ‘স্বীকৃতি’ পেয়েছেন গেইল। সেটা আরও একবার দেখা গেল তার এই কাণ্ডে!

শনিবার তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে তাকে নাচতে দেখা যাচ্ছে ‘রইস’ ছবিতে সানি লিওনের আইটেম নাম্বার ‘লায়লা ও লায়লা’ গানের ছন্দে। সানি লিওন যে গানটিতে নেচেছিলেন সেটাও কিন্তু মৌলিক নয়! ১৯৮০ সালে ফিরোজ খান পরিচালিত ‘কুরবানি’ ছবির এই গানে কোমর দুলিয়েছিলেন জিনাত আমান।

এটা কেবল মজা নয়; রীতিমতো ‘ক্রিস গেইল ড্যান্স চ্যালেঞ্জ’ হ্যাশট্যাগ দিয়ে গেইল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার ফলোয়ারদের। ইনস্টাগ্রামে সেই নাচের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মেয়েদের সামনে চ্যালেঞ্জ রইল। আমার মতো নেচে দেখাও। সেরা ৫টি ভিডিও আমার প্রোফাইলে আমি শেয়ার করব। সেই ভিডিওগুলো থেকে সেরা নাচিয়েকে বেছে নেবে ভিউয়াররা। ঠিকমতো হ্যাশট্যাগ দিতে ভুলো না। ‘

Similar Articles

Advertismentspot_img

Most Popular