নিউজ ডেস্ক:
বিশ্বের অন্যতম বিলুপ্তপ্রায় প্রাণী পান্ডা। খাদ্যের উৎস কমে যাওয়ায় এরাও দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই পান্ডার প্রতিই নিষ্ঠুরতা! চীনের সিচুয়ান প্রদেশের শেংদুর একটি জাদুঘরে দুটি জায়ান্ট পান্ডাকে মাটি থেকে তুলে একাধিকবার ছুড়ে ফেলার ঘটনা ঘটেছে। জাদুঘরটিতে এক রক্ষণাবেক্ষণকারী কর্মীর পা বারবার জড়িয়ে ধরছিল পান্ডা দুটি। তিনিই পরে পান্ডা দুটিকে তুলে একাধিকবার ধরে ছুড়ে ফেলেন। সেই সময় ধারণ করা ভিডিওটি চীনাদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে।
গু জিনপেং নামের পান্ডার রক্ষণাবেক্ষণকারী ওই ব্যক্তি অবশ্য নিজের অবস্থানকেই সমর্থন করেছেন। তিনি বলেন, পান্ডা দুটি যে আমাকে কামড়ে রক্তাক্ত করেছে সেটা ধারণ করা ওই ভিডিওতে দেখানো হয়নি। তাদের খাওয়াতে গিয়ে আমার হাত থেকে রক্ত ঝরেছে। যখন এটি তারা আবারও কামড়ানোর চেষ্টা করেছিল তখনই আমি তাদের ছুড়ে ছেলেছিলাম। সূত্র : বিবিসি