বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পাট চাষি ও উদ্যোক্তাদের ভাগ্য খুলছে প্রধানমন্ত্রীর যাদুর ছোঁয়ায় !

নিউজ ডেস্ক:

বস্ত্র ও পাট মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, এই সরকারের আমলে আমি পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিই। আমার সঙ্গে নিষ্ঠাবান কর্মীরা দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর যাদুর ছোঁয়ায় পাট নিয়ে যে কাজে হাত দিচ্ছি, তাতেই সোনা ফলছে। আর এ জন্য পাট চাষি ও উদ্যোক্তাদের ভাগ্য খুলছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পাটের বাজার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাট পরিবেশবান্ধব পণ্য।  এ জন্য পাটের ব্যবহার বাড়াতে হবে। বর্ষা, শীত ও গ্রীষ্মকাল এই তিন ঋতুতে পাট উ‍ৎপাদন করা হবে জানিয়ে তিনি বলেন, এজন্য গবেষণা চলছে। এতে পাটের বহুমুখী উ‍ৎপাদন বৃদ্ধি পাবে।

পাট মন্ত্রণালয়ের সচিব গোপালকৃষ্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে জেডিপিসি’র যুগ্ম সচিব নাসিমা বেগম, অতিরিক্ত সচিব দিলীপ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেরা পাট উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular