বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

পাচার হওয়া অর্থ ফেরাতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে দুদক: সচিব

আওয়ামী সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দুর্নীতি দমন কমিশন নানামুখী পদক্ষেপ হাতে নিচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।

সোমবার দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সচিব বলেন, এফবিআইকে মানিলন্ডারিংসহ দুদক সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। পাচারের টাকা ফেরাতে প্রয়োজনে এফবিআইসহ অন্যান্য সংস্থার সহযোগিতা নেবে দুদক।

তিনি জানান, সড়কে বেআইনি চাঁদাবাজির মাধ্যমে ৬ হাজার ৯৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খানসহ অন্যদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের আবেদন করা হয়েছে।

এর আগে সকালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এর সঙ্গে বৈঠক করেন দুদক কর্মকর্তারা। বৈঠকে মানিলন্ডারিং সংক্রান্ত কার্যক্রম, আইন ও দুদকের সক্ষমতা সম্পর্কে এফবিআইকে জানানো হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular