যশোরের চৌগাছায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত আলী হোসেন খোকন (২৮) পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের হুদাপাড়া এলাকার মৃত আব্দুল মুজিদের ছেলে।
শনিবার রাত ৮ টার দিকে হুদাপাড়া জামে মসজিদ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
নিহত খোকনের ভাগ্নে শাকিল হোসেন জানান, প্রায় এক বছর আগে মামা খোকনের মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। কিন্তু বর্তমানে তিনি সুস্থ ছিলেন। গ্রামের সাইফুল ইসলাম, আশরাফ হোসেন, রেজা উদ্দিন ও আব্দুল মালেক তাকে প্রায় সময় পাগল বলে ডাকতো।
শনিবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং রাতে তারা মামাকে ছুরি মেরে হত্যা করে।
হাসপাতাালের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকের বাম পাশে উপর্যপুরি ছুরকাঘাত করায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।