পাকিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প !

0
33

নিউজ ডেস্ক:

পাকিস্তানের আরব সাগরীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।   মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর রয়টার্সের।

বেলুচিস্তান প্রদেশের গোয়াদার বন্দর এবং পাসনি শহরের কেন্দ্রে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৩ সালে বেলুচিস্তানে দু’টি পৃথক ভূমিকম্পের ঘটনায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়।