বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পাকিস্তানে ছাত্র বিক্ষোভ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কলেজ ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগের পর ছাত্র  বিক্ষোভ বেড়ে যাওয়ায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাঞ্জাব প্রদেশের অভ্যন্তরীণ বিভাগও শুক্রবার (১৮ অক্টোবর) এবং শনিবার জমায়েত নিষিদ্ধ করেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব কলেজ ফর উইমেন ক্যাম্পাসের বেসমেন্টে এক মহিলা ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া রিপোর্ট ছড়িয়ে পড়ার পর গত সপ্তাহে প্রাদেশিক রাজধানী লাহোরে বিক্ষোভ শুরু হয়। এরপর কর্তৃপক্ষ প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করে।

রাওয়ালপিন্ডির পুলিশ অফিসার সৈয়দ খালিদ মেহমুদ হামদানি শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আগের দিন শহরে বিক্ষোভ চলাকালীন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।

এক কর্মকর্তা দাবি করেছেন, সহিংসতার সঙ্গে জড়িত অনেক প্রতিবাদকারী ছাত্র ছিল না এবং তাদের প্রতিবাদের পিছনে উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি তদন্তকারী দল সোশ্যাল মিডিয়ায় লোকেদের উস্কানি দেওয়ার অভিযোগে জড়িতদেরও চিহ্নিত করবে বলে জানা গেছে।

অন্যদিকে, পাঞ্জাব কলেজ ফর উইমেন ক্যাম্পাসের পরিচালক বুধবার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, “ঘটনার (ধর্ষণের) অস্তিত্ব নেই।” তিনি আরও বলেন, “ঘটনাটি ঘটলে আমি এই পেশা ছেড়ে দেব এবং শিক্ষার্থীদের পাশে থাকব।”

Similar Articles

Advertismentspot_img

Most Popular