পাকিস্তানে গ্যাস ট্র্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬

0
8

পাকিস্তানের মুলতানের হামিদপুর কানোরা এলাকায় এলপিজি গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩১ জন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেশটির বাণিজ্যিক রাজ্য মুলতানের হামিদপুর কানোরা এলাকায় এ দুর্ঘটনায় ভয়াবহ আগুন ধরে যায়।

সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিলো যে, ট্যাঙ্কারটি মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এসময় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অংশগ্রহণ করে।

ট্যাঙ্কার বিস্ফোরণে শুরুতে পাঁচ জন নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় আহত আরও একজন মারা যায়। নিহতদের মধ্যে দুই নারী ও একটি মেয়ে শিশু রয়েছে।

মুলতানের পুলিশ অফিসার সিদ্দিক বলেন, ভয়াবহ আগুনের ফলে একাধিক বাড়ি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া গবাদিপশুও পুড়ে মারা গেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পুলিশ জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ২০টি বাড়ি পুরোপুরিভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এসময় ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।