বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

পাকিস্তানের হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১২৩

নিউজ ডেস্ক:

পাকিস্তানে তেলের ট্যাংকারে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২৩। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এই খবর নিশ্চিত করেছে।

রবিবার সকালে পাকিস্তানের বাহাওয়ালপুরের আহমেদপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আরও অন্তত ৪০ জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। তাদের বাহাওয়াল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকারী দলের ডিরেক্টর জেনারেল ড. রিজওয়ান নাসির জানিয়েছেন, বেশির ভাগ মানুষেরই শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্যাংকার উল্টে যাওয়ায় তেল লিক হচ্ছিল। সেই তেল সংগ্রহ করতে ছুটে আসেন অনেকে। এদের মধ্যে কেউ সিগারেট খাওয়ায়, সেখান থেকেই আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular