রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি !

নিউজ ডেস্ক:

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী শহিদ খাকান আব্বাসি দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় পরিষদের স্পিকার এ ঘোষণা দেন। খবর এএফপি’র।

জানা যায়, মঙ্গলবার বিকালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দেশটির জাতীয় পরিষদে ভোট অনুষ্ঠিত হয়।  সেখানে শহিদ খাকান আব্বাসি ৩৩৯ ভোটের মধ্যে ২২১ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।  তিনি নওয়াজ শরিফের মন্ত্রিসভার জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত শুক্রবার প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ পাঞ্জাবের মূখ্যমন্ত্রীর পদ ছেড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আব্বাসি দায়িত্ব পালন করবেন।

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মনোনীত প্রার্থী সৈয়দ নাভিদ কামার পেয়েছেন ৪৭ ভোট এবং আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশিদ পেয়েছেন ৩৩ ভোট।

ভোটাভুটির সময় গোলযোগ করায় নির্দিষ্ট কয়েকজন জাতীয় পরিষদের সদস্যকে বাদ দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন স্পিকার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular