নিউজ ডেস্ক:
আগামীকাল বুধবার থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।
এরইমধ্যে করোনা বিরতির পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জয়ও পেয়েছে ইংলিশরা। অন্যদিকে করোনাকালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার অপেক্ষায় আছে পাকিস্তান।
আইসিসি’র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তান। ২২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। শীর্ষে আছে ভারত (৩৬০ পয়েন্ট) এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৯৬ পয়েন্ট)।
টেস্টের পাকিস্তান দল:
আজহার আলী (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলী, ইমাম-উল-হক, ফাওয়াদ আলম, আসাদ শফিক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ আব্বাস, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সোহেল খান এবং ইয়াসির শাহ।